সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: আপ্যায়ন রাজনীতি - খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আপ্যায়ন রাজনীতি! 

-- খোকন কুমার রায় 

বলো কি আর ঘটার বাকি

আপ্যায়নেও রাজনীতি

আর যাবো না কুটুম বাড়ি 

কখন যে কি বিপাকে পড়ি!


আদর যত্নের আতিশয্যে

টেবিল ভর্তি খাবার রেখে

জগত জুড়ে জানবে শেষে 

অনেকেই যে করবে ছি ছি!


কে কাহারে কি খাওয়াইল

ফটো তুলে ফেসবুকে দিল

মাথা মাথা বাঘারা সব

আয়োজন করে দিবে বিবৃতি!


খাওয়াইলা যে আদর করে

দিলা কত পদ টেবিল ভরে

তুলে ফটো দিলা ছেড়ে

তোমার মনে এই ছিল কি!


ভেবেছ যে জিতে গেছি

বহুত বাহবা পেয়েছি

তোমার যেদিন আসবে সেদিন

পাছা চুলকে দিবা গালি!


আরো পড়ুন: কবিতা: অষ্টাদশীর পোড়া -শুভাশীষ কুমার চ্যাটার্জী

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন