ছবি: সংগৃহীত
আপ্যায়ন রাজনীতি!
-- খোকন কুমার রায়
বলো কি আর ঘটার বাকি
আপ্যায়নেও রাজনীতি
আর যাবো না কুটুম বাড়ি
কখন যে কি বিপাকে পড়ি!
আদর যত্নের আতিশয্যে
টেবিল ভর্তি খাবার রেখে
জগত জুড়ে জানবে শেষে
অনেকেই যে করবে ছি ছি!
কে কাহারে কি খাওয়াইল
ফটো তুলে ফেসবুকে দিল
মাথা মাথা বাঘারা সব
আয়োজন করে দিবে বিবৃতি!
খাওয়াইলা যে আদর করে
দিলা কত পদ টেবিল ভরে
তুলে ফটো দিলা ছেড়ে
তোমার মনে এই ছিল কি!
ভেবেছ যে জিতে গেছি
বহুত বাহবা পেয়েছি
তোমার যেদিন আসবে সেদিন
পাছা চুলকে দিবা গালি!